অনলাইনে বসেই আপনি এখন নতুন ভোটার হিসাবে নিবন্ধন এবং পুরাতন ভোটার হিসাবে আপনার তথ্য হালনাগাদ করতে পারবেন।
সময়ের কণ্ঠস্বর : আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকেই জাতীয় পরিচয়পত্রের (ন্যাশনাল আইডি কার্ড) ভুল সংশোধন অনলাইনেই করার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সব জটিলতা শেষে আজ বুধবার থেকেই এ সুযোগ দিচ্ছে ইসি।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব সিরাজুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানায়, আগামী দুই মাস প্রাথমিকভাবে এ সুযোগটি রাখা হবে। এতে নাগরিকরা স্মার্ট কার্ড পাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংশোধন কর নিতে পারবেন।
জানা গেছে, অনলাইনে ন্যাশনাল আইডি কার্ডধারীরা নামের বানান, ঠিকানা, স্বাক্ষর, ছবিসহ প্রয়োজনীয় সকল তথ্য সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে অনলাইনে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করে প্রমাণাদিসহ তা সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে
বিস্তারিত জানতেঃ
http://www.ec.org.bd/Bangla/
https://services.nidw.gov.bd
এম.ডি আলতাফ উদ্দিন
পরিচালক
ইউনিয়ন ডিজিটাল সেন্টার-১
মাতারবাড়ী,মহেশখালী.ককসবাজার।
০১৭৮৭০০৫১৮৮
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস