মাতারবাড়ী মজিদিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় উপকুলীয় ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ তদারিকী করছেন জনাব,মাসুদ সাহেব উপজেলা প্রকল্প অফিমার সারা দিন রৌদ্রে দাড়িয়ে থেকে কাজ পরিচালনায় ব্যাস্থ সময় পার করছেন। উক্ত প্রকল্প বাস্তবায়নের ফলে মাদ্রাসার সার্বিক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এলাকার জনসাধরণ মনে করেন সরকারের উন্নয়নের ধারাবাহিকতার বহি:প্রকাশ এটি। উক্ত কেন্দ্র নির্মানে ফলে ছেলে/মেয়েদের ক্লাস রুমের সমস্যা লঘব হবে এবং ঘুর্নিঝড়ে অত্র এলাকার মানুষ আশ্রয় গ্রহন করতে পারবেন। সর্বিক সহযোগিতা দিচ্ছেন জনাব,এনামুল হক চৌধুরী রুহুল চেয়ারম্যান,মাতারবাড়ী ইউপি ও সভাপতি-মজিদিয়া ছূন্নিয়া আলিম মাদ্রাসা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস