Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মাতারবাড়ী সমূদ্র সৈকত
বিস্তারিত

বংগোপ সাগরের তীর ঘেষে জেগে উঠা মাতারবাড়ী সমুদ্র সৈকত। এটি মহেশখালী উপজেলার সাথে সংযোগ সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় দিন দিন পর্যটক সংখ্যা বাড়ছে। ককসবাজার জেলার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। সারি সারি জাউ বাগান উক্ত সৈকতকে আর ও সৌন্দর্য দান করেছে। বংগোপ সাগরের বিশাল বিশাল ডেউ পর্যটকদের মনে আনন্দে বাঁধ ভাংগার জোয়ারে ভেসে যায়। প্রতি বছর এখানে দুর দুরান্ত থেকে যেকোন উৎসবের দিনে পর্যটকরা ভিড় জমায়। দেখা হয় সূর্য স্নান। বৈকালে সুর্য হারিয়ে যায় সাগরের বুকে। অপুর্ব দৃষ্টি নন্দন এই সমুদ্র সৈকত।

 

যোগাযোগ : ককসবাজার  ও চট্টগ্রাম থেকে চকরিয়া মহেশখালী উপজেলার উত্তর দিক থেকে দক্ষিণে উপজেলা পর্যন্ত ২টি পাকা সড়ক রয়েছে। বদরখালী ব্রীজ নির্মাণের ফলে মহেশখালী মুল ভূখন্ডের সাথে সরাসরি যুক্ত হয়েছে। বদরখালী ব্রীজ থেকে চালিয়া তলী হয়ে আবার মহেশখালী-মাতারবাড়ী সংযোগ সেতু পার হয়ে দক্ষিরাজঘাট থেকে রিক্সা বা টেম্পু যোগে বীচে যাওয়ায়।